বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

চমৎকার

টোকন দাস
এই ছবি ও লেখাটি টোকন দাস ফেসবুকে পোষ্ট করেছিলেন

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

আর কত?

ফুল
অনেক কষ্ট তো দিলা আর কত কষ্ট দিবা রে বন্ধু?
তুমি হয়তো জান না তোমার কষ্ট আমাকে আর কাঁদাতে পারে না, হাসাতেও পারে না। 
পারে শুধু নিষ্প্রাণ করে দিতে আর পাথরের মত  নীরব, নির্জীব আর নিথর করে দিতে!!!


তুমি কোন কাননের ফুল ...

আর কত অপেক্ষা ...!!!
ফুল ফোটে আবার ঝরে যায়। শুনেছি এটাই নাকি পৃথিবীর নিয়ম।
এই নিয়ম অনুসারে তুমিও একদিন ঝরে যাবে। আর এটাই আমার সবচেয়ে বড় দুঃখ ও কষ্ট!
তুমি কোন কাননের ফুল তা আমি জানি না। তবে আমি তোমাকে ভালবাসি। 
ভালবাসি বলেই বলি তোমাকে ঝরাতে পারে এমন বাতাসকে আমি থামিয়ে দেব, তোমাকে শুকিয়ে দিতে পারে এমন সূর্যের তাপকেও তোমার শরীর স্পর্শ করতে দেব না।

আসবে না তবুও অপেক্ষা

আসবে না তবুও অপেক্ষা করা


বেঁচে আছি। এই বেঁচে থাকাটাই কম কিসে?
বেঁচে থাকা যায় না এমন এক সমাজে ও পরিবেশে বেঁচে আছি এটা অনেক বড় একটা ব্যাপার।